প্রতিযোগিতামূলক এই আধুনিক বিশ্বে সন্তানদের যুগপোযোগী শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলায় হচ্ছে এসময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রত্যেক বাবা-মা তাঁদের সন্তানদের একটা ভালো স্কুলে ভর্তি করতে চান যেখানে শিশুরা মাতৃস্নেহে যথার্থ শিক্ষা লাভ করব। জে.এস গ্রামার হাই স্কুল প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত গুরুত্বের সাথে এই কাজটি করে আসছে।
একটি শিশু বিদ্যালয়ে ভর্তি হওয়ার মধ্য দিয়ে এক নতুন জগতে প্রবেশ করে। আমাদের অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকা স্নেহ-মমতায় তাকে নতুন এই জগতের সাথে পরিচয় করিয়ে দেয় এবং আনন্দদায়ক পাঠদানের মাধ্যমে শশুর বিদ্যালয় ভীতি দূর করে।
মানসম্মত শিক্ষাদানের ব্রত নিয়ে ২০০১ সালে জে.এস গ্রামার হাই স্কুল আত্মপ্রকাশ করে এবং সুনামের সাথে ধাপে ধাপে আজকের পর্যায়ে উন্নীত হয়। আমাদের ছাত্র ও অভিভাবকদের সাথে নিয়ে আমরা আরোেএগিয়ে যেতে চাই। সুলভে ও সহজে সুশিক্ষা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। সুশিক্ষািই আমাদের মহান আদর্শ।
জে,এস গ্রামার হাই স্কুল অত্র এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটি প্রতিষ্ঠালগ্ন থেকে অত্র এলাকার শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এ স্কুলের শিক্ষার্থী বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে কর্মরত আছে। স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন পরিক্ষায় চমৎকার ফলাফল করছে। সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্কুলের সুনাম অর্জনে সর্বাত্মক চেষ্টা করছেন। আমি স্কুলটির সার্বিক কল্যাণ কামনা করি।
মো: সামসুজ্জাহান
চেয়ারম্যান
মোবাইলঃ +৮৮ ০১৯৮৭৬০৯০০২
ইমেইলঃ badolzahan@gmail.com
নাম | ক্যাটাগরি | পদবী |
---|---|---|
মোহাম্মদ আবুল কালাম আজাদ | সভাপতি | জেলা প্রশাসক, কিশোরগঞ্জ |